চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেন হয়েছে ১৯.৫৯ কোটি টাকা। ৮,৭৯৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৬৭.৫১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭১.৮৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,৫২৩.৫১ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ৫.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৫৭.৪৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সর ৩.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭০.০৯ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৮.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৯১৫.৭৫ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৬,২৫১.৮৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ১০২,৩৯৫.০৯ কোটি টাকায়। সিএসইতে ৩৮১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৭ টির, কমেছে ১৮৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টির।