চট্টগ্রাম স্টক এঙচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেনের পরিমাণ ১৯.৪৩ কোটি টাকা। ৮,৬৯৪টি লেনদেনের মাধ্যমে মোট ১.০৭ কোটি শেয়ার হাতবদল হয়। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪,০৩১.২৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,০১৩.৭২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ ৫.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯০১.৯০ তে। দিনশেষে সোমবার সিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩০,৪২৪.৮৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৪,৮২৫.৪৫ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৪ স্ক্রিপ্ট এর মধ্যে লেনদেন হয়েছে ২৫৩টির। এর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ৯৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৬টির। প্রেস বিজ্ঞপ্তি।