চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ১৯.৩০ কোটি টাকা। ১,৮০৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৭.৫২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৩৪.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৯১০.৮৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১২.৯৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৮.৩৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১১.৫৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৫.৩৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ১০.০৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৫৯৯.৮৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৩,৬৮৬.০২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৬,১৮২.৭২ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৮১ টির, দাম কমেছে ২৪টি আর অপরিবর্তিত রয়েছে ৯টির।







