চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন ১৮.৯১ কোটি টাকা। ৬,৭২০ টি লেনদেনের মাধ্যমে মোট ৪২.০৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৩.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯,৩৩২.৬০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৭.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৪০৩.৬১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর ১০.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৫৫.৬৭ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক আজ অপরিবর্তিত ছিল যা হল ২,৫২৪.২৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪২,৫২৫.২৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৯২,১৮৯.৪৫ কোটি টাকায়। সিএসইতে ৩৮৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৭ টির, কমেছে ৭৫ টির আর অপরিবর্তিত রয়েছে ১১২ টির।