চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার লেনদেন হয়েছে ১৮.৭৫ কোটি টাকা। ৩,৭৭৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৬১.৪৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২২.৭৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৭২৪.৯৩ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.৬১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৮৬.০৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.২৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৯৫.০২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ২৩.৮১ বেড়েছে, যা হলো ১,৯৩৬.৭৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৯,৯৩৬.৯৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১১২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪৩ টির, দাম কমেছে ৮৬ টি আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির।







