সিএসইতে লেনদেন ১৮.৫৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৮.৫৭ কোটি টাকা। মোট ১,৪৩৫টি লেনদেনের মাধ্যমে মোট ৩৫.২৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৩.১০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,২৭৩.৪৯ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৫.০৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯২.৭৪। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৪.৫৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৬.৯৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৮.৯১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৯৯৩.৩৬ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৮,৬৪৯.৮৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮৬.৭৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৪টির। এর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, দাম কমেছে ৮১টি আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

পূর্ববর্তী নিবন্ধএক দশক পর আসছে অর্ণবের অ্যালবাম ‘ভাল্লাগেনা’
পরবর্তী নিবন্ধআর রাখঢাক নয়, এবার প্রকাশ্যে হাত ধরে হাঁটলেন ট্রুডো-পেরি