সিএসইতে লেনদেন ১৮.৪৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ১৮.৪৭ কোটি টাকা। ৮,৫৪৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৯৩.৭৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭৭.৯০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৭,৪৪২.৭৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১০.৪২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২৪৭.৪৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৯.৫৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১২৯.০৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ২.৬৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৭৪৯.৮৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৪৬,১৬৯.৪১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,২৪১.৮৮ কোটি টাকা। সিএসইতে ৬৩৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৭১ টির, কমেছে ৭৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ জাতীয় সেপাক টাকরো দলের নেপাল যাত্রা
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে হাসপাতালে ৩ বন্দুকধারীকে হত্যা করেছে ইসরায়েল