চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছ ১৮.২৭ কোটি টাকা। ২,৩৫৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৭৬.৬৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭.৩৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,১৬৬.১৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৯৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৭.৪২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৬.৭০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৬৪.৮৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮৭৭.৫৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২২,৬৬৫.৫৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,১৬১.৪৭ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৭ টির, দাম কমেছে ৯৯ টি আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির।