চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৮.১৯ কোটি টাকা। মোট ৪,১০০টি লেনদেনের মাধ্যমে মোট ৪৮.১৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭৪.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,০০১.৪০ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.৬৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,২০৭.১৬। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৬.৭০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৪৩.১৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৬.০১ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৫০৩.২৫ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৬,০৫৩.৬৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৭৬৭.৮৪ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৪টির। এর মধ্যে দাম বেড়েছে ৩০টির, দাম কমেছে ১৯০টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টির।