চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৮.১৩ কোটি টাকা। মোট ৬,৫৫১টি লেনদেনের মাধ্যমে মোট ৭২.৬০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩২.৫৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৭,১৪২.০৩ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ১৭.৪৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২৬২.৭১।
এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৪.২৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৮৭.৭০ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ৩.২০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৩,১৩৬.৩৭ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৪২,২৬৩.৭৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৫,৫২৯.৩৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪০টির। এর মধ্যে দাম বেড়েছে ৭১টির, দাম কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ২১টির।