চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল সোমবার লেনদেন হয় ১৭.৭১ কোটি টাকা। মোট ৯৯৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২০.৮২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৩.৩০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৩২৫.৯৫ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৬.৬৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯৬.৫৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.০৭ পয়েন্ট কমেছে, যা হলো ৯০১.১৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ২.৫০ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৮৪.৪৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০১,২১৭.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮৬.৭৩ কোটি টাকা। সিএসই’তে ৬৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৭ টির, দাম কমেছে ১০৪টি আর অপরিবর্তিত রয়েছে ২৮টির। প্রেস বিজ্ঞপ্তি।








