চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি–তে গতকাল সোমবার লেনদেন হয় ১৬.৫৫ কোটি টাকা। মোট ১,২৩৩ টি লেনদেনের মাধ্যমে মোট ২০.০৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮.৯৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,২৮২.৮৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯১.৩৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৯৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৬.৩১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০০১.৬৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৭০০,০৮২.৩৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮২.৮০ কোটি টাকা। সিএসই’তে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৩ টির, দাম কমেছে ৯৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির। প্রেস বিজ্ঞপ্তি।