চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি–তে গতকাল রোববার লেনদেন হয় ১৬.৫১ কোটি টাকা। মোট ১,৩৪৪ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৫৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৭.৫১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৩১৩.৫৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৭০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯০.৪৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৬২ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৮.২৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ০.৮৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৯৪৬.৪৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৮,৮৯৯.২১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮৬.৭৩ কোটি টাকা। সিএসই’তে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯২ টির, দাম কমেছে ৬১টি আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
        






