চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার লেনদেন ১৬.৪৯ কোটি টাকা। ১,৮১৯টি লেনদেনের মাধ্যমে মোট ২১.৬৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩৩৬.৩৯ পয়েন্টে।
সিএসই–৫০ মূল্যসূচক ০.০০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২৫.৩৮–তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৯.০৫ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক পয়েন্ট গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৫৯৭.৮০ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৯,৭২৭.৩২ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৪,০৮৪.৭০ কোটি টাক। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।