সিএসইতে লেনদেন ১৬.৪৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ১৬.৪৩ কোটি টাকা। ৯৫৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.০০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২.২০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৬২১.৪২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৫৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৪৫.৮৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৩২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৫৫.৪৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬২৭.১৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৫,১২২.৮৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,২২৮.৬৬ কোটি টাকা। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৮ টির, দাম কমেছে ৭৬টি আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

পূর্ববর্তী নিবন্ধ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ পাড়ি দেওয়ার প্রত্যয় ছায়ানটের
পরবর্তী নিবন্ধশতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে থাকতে পারে চীন : পেন্টাগন