চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ১৬.৩৮ কোটি টাকা। মোট ৭,৬৫৫টি লেনদেনের মাধ্যমে মোট ৬৮.৫৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৬.৪০ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,০৩০.৪১ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ০.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩২৩.২৮-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সর ৩.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৩৭.০০ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ২৩.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮২১.৮৭ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৫,৩৭৫.১৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪৩২.৪৫ কোটি টাকায়। সিএসইতে ৩৮২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৭টির। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।