চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৬.১২ কোটি টাকা। মোট ১,৫৮১টি লেনদেনের মাধ্যমে মোট ৪৫.২৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.২৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৬০২.০০ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ০.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৮.০৬।
এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৩৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৯.৯৪ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ২৪.৯০ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,২৯৩.৭৪ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৭৮,১৬৫.০০ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,৬৫৩.৫২ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টির।