চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেনের পরিমাণ ১৬.০২ কোটি টাকা। মোট ৪,৬৫১ টি লেনদেনের মাধ্যমে মোট ৫১.৭১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫০.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪,৯৬৪.৫৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২৬.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৩৫.০৪ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১৭.৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৬৩.৪১ তে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৮,১৭৭.০৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮২,০৯৬.৯০ কোটি টাকায়। সিএসইতে ৩৪৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২২ টির, কমেছে ২৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। প্রেস বিজ্ঞপ্তি।