সিএসইতে লেনদেন ১৬৯.৬৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৬৯.৬৫ কোটি টাকা। মোট ৩,৮৫৫টি লেনদেনের মাধ্যমে মোট ৮০.৯৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৮.১০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৯৪২.৮৩ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৬৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৮.৭৯। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৪.৬৪ পয়েন্ট কমেছে, যা হলো ৯৭৪.৮৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৪.৮৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৩,১৫৮.১৬ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮১,৮৪১.৯০ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৭৪১.৭৫ কোটি টাকা। সিএসইতে ৬৪৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

পূর্ববর্তী নিবন্ধআনকাট ছাড়পত্র পেল ‘তুফান’
পরবর্তী নিবন্ধপাঞ্জাবে জিতলেন ইন্দিরা গান্ধীর খুনির ছেলে