চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি–তে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ১৫.৮৩ কোটি টাকা। মোট ১,২৭২টি লেনদেনের মাধ্যমে মোট ২১.৫৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২৪.০১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৪১৩.৩৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১১.১৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৪.৮৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১০.১৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯০৭.৮০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০০১.৬৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৩,৯১৭.৯২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮৬.৭৩ কোটি টাকা। সিএসই’তে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১০ টির, দাম কমেছে ৫৮টি আর অপরিবর্তিত রয়েছে ২৬টির। প্রেস বিজ্ঞপ্তি।








