সিএসইতে লেনদেন ১৫.৮৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৫:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ১৫.৮৩ কোটি টাকা। ১,৬৩৪ টি লেনদেনের মাধ্যমে মোট ১৭.১০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৪.০৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৬৭৩.৩৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৫৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৩.৫৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৩৬ পয়েন্ট কমেছে, যা হলো ৯২৮.৬৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০১৪.৪৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০৮,৮৭৫.৭৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮২.৮০ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৪ টির, দাম কমেছে ১০৮টি আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

পূর্ববর্তী নিবন্ধতিনি আসছেন মঞ্চস্থ
পরবর্তী নিবন্ধ‘তারা আমার চুল গায়েব করে দিয়েছে’, ছবি দেখে ক্ষুব্ধ ট্রাম্প