সিএসইতে লেনদেন ১৫.৬২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৫.৬২ কোটি টাকা। মোট ২,৬৫৬টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৩৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪১.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,২০১.৬৯ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৫৪.৬৩। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৫৯ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫৯.৩৩ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৮.০৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,৮৮৪.৭৩ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২২,৪২০.৬৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,১১২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৩টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৬টির, দাম কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে লড়বে বাংলাদেশের ‘লোক’
পরবর্তী নিবন্ধদিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ঢুকে পড়েছে রুশ সেনারা, স্বীকার করল কিয়েভ