সিএসইতে লেনদেন ১৫.৪০ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৫.৪০ কোটি টাকা। ১,৮১২ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৭.৩৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৩.৪৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫২২.৬৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.১১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১১.৫০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩৫.০০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৬.৭২ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৫৮.০২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৪,১৪২.৭৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫১,৬৯৬.০১ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৪ টির, দাম কমেছে ৯২ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির।

পূর্ববর্তী নিবন্ধজেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরাশিয়ার কুর্স্কে উত্তর কোরিয়ার ১০০ সেনা নিহত