সিএসইতে লেনদেন ১৫.৩৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ১৫.৩৯ কোটি টাকা। ৯৩৪টি লেনদেনের মাধ্যমে মোট ৩২.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৮.০৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৬০৯.২২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৭৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৪৩.৩৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৭৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৫৪.১৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬২৭.১৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৪,৬২০.০১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,২২৮.৬৬ কোটি টাকা। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৮ টির, দাম কমেছে ৫০টি আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

পূর্ববর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় ইত্যাদি, বিউটিকে নিয়ে গাইলেন পান্থ কানাই
পরবর্তী নিবন্ধমস্কোতে বিস্ফোরণে রুশ জেনারেল নিহত