সিএসইতে লেনদেন ১৫.৩৯ কোটি টাকা

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৭:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেনের পরিমাণ ১৫.৩৯ কোটি টাকা। মোট ৬,৪১৬টি লেনদেনের মাধ্যমে মোট ৭৭.৩০ লক্ষ শেয়ার হাতবদল হয়েছে । প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৩,৮৮৩.৩৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯.০৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ ৩.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৯৫.৯৭ তে। দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৯,৪০১.১২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৪,৮২৫.৪৫ কোটি টাকায়। সিএসইতে ৩৩৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৬৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৫ টির, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ৬১টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবতার সেবায় জীবনবাজি রেখে কাজ করছে গাউসিয়া কমিটি
পরবর্তী নিবন্ধসরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে