সিএসইতে লেনদেন ১৫.৩৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:১৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৫.৩৬ কোটি টাকা। ৬,১২১টি লেনদেনের মাধ্যমে মোট ৫৭.০৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫৯.১৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,৫৫২.১৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১৫.৭৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৫০.২১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১৪.৪৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৩০.৫৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৭৫১.৩২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৪৯,৪৩৫.৫৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,২৪১.৮৮ কোটি টাকা। সিএসইতে ৬৩৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬০টির, এর মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ২২টির।

পূর্ববর্তী নিবন্ধওমর ফারুখ দ্রুততম মানব, পাকশী চ্যাম্পিয়ন রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধমার্কিন, ব্রিটিশ নাগরিকদের ইয়েমেন ত্যাগের নির্দেশ হুতিদের