চট্টগ্রাম স্টক এঙচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৫.২৯ কোটি টাকা। ৬,০১৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৬০.৯৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৭৮৪.৬৬ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.৫৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২০.৩৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ–এর মূল্যসূচক ২.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৮২.৭৩ পয়েন্টে। সিএসই এসমেঙ ইনডেঙ–এর মূল্যসূচক ৩৪.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,৩৪৭.২৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৭৫১,৬৩৭.৪৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৮,৩২৩.৫৮ কোটি টাকায়। সিএসইতে ৬২৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৫ টির, কমেছে ৮০ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৯ টির।