চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৫.০৭ কোটি টাকা। ৬,৪৭৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৭৩.৫৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪৮.০৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,০০৯.৪৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৪.০৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৪৫.২৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৭.৮৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৩.৪৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ৩,১৩৩.১৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৩৬,৯৯৮.৭৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৫,৫২৯.৯৩ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৮ টির, দাম কমেছে ১৬৮ টির আর অপরিবর্তিত রয়েছে ১৬ টির।