সিএসইতে লেনদেন ১৫.০২ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১৫.০২ কোটি টাকা। ১,৭৩৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.২৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৮.৪৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৭০.৮৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.০৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৬.৭৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.০০ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪৩.৪৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ৮৪.৪৮ পয়েন্ট কমেছে ছিল, যা হলো ১,৯৯৫.৬০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০৪,১৪৫.৮২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৮,০০৬.৯৭ কোটি টাকা । সিএসইতে ৬৪২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৫টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৬ টির, দাম কমেছে ১১৯টির আর অপরিবর্তিত রয়েছে ২০ টির।

পূর্ববর্তী নিবন্ধগাংচিল মিউজিকের বৈশাখী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসুদানে দুর্ভিক্ষপীড়িত শিবিরে সিরিজ হামলা, নিহত শতাধিক