সিএসইতে লেনদেন ১৪.৮৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ১৪.৮৯ কোটি টাকা। মোট ১,৪৯৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.২৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২.৫৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,২৮৬.০৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৯৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৯.৭৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙএর মূল্যসূচক ১.৯৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৯৮.৯২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৪৭.৮২ পয়েন্ট কমেছ, যা হলো ১,৯৪৫.৫৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৮,৭০৩.৬৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮৬.৭৩ কোটি টাকা। সিএসই’তে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৫ টির, দাম কমেছে ৬৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

পূর্ববর্তী নিবন্ধজীবনবোধের সিনেমা ‘ঝরা পাতার চিঠি’
পরবর্তী নিবন্ধসুদানে মিলিশিয়া বাহিনীর হাতে হাসপাতালে ঝরেছে ৪৬০ প্রাণ : ডব্লিউএইচও