চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৪.৭৯ কোটি টাকা। ৩,১৬৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৮.৫৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৬.২১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৬৫২.৯১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.০৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৮৬.৭৯ তে।এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৮৭.৬২ পয়েন্টে।সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক আজ মূল্যসূচক অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯১৫.৪৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৩৪,৪৯৮.৫৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৭,১১২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩৭ টির, দাম কমেছে ৭১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১ টির।