সিএসইতে লেনদেন ১৪.৫২ কোটি টাকা

আজাদী ডেস্ক

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৪.৫২ কোটি টাকা। মোট ৩,৪৩৬টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.১৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮৭.৭৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৯২৪.৯৩ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৫.৫৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৯.৭৮। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৬.০১ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৭৩.৯৮ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১.৬২ পয়েন্ট কমেছে, যা হলো ২,৯৯৮.১৭ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৩,৭৭৫.৫৬ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৪৩,৩০৯.২৫ কোটি টাকা। সিএসইতে ৬৪৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪০টির। এর মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডের চতুর্থ নাকি ভারতের তৃতীয় ফাইনাল
পরবর্তী নিবন্ধপ্রথম বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন-ট্রাম্প