চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ১৪.৪৭ কোটি টাকা। ৯৪৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.১৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫.২৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,২৬০.৯৬ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০১.১৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.২৪ পয়েন্ট কমেছে, যা হলো ৮,৬৯.৮১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৪.৩৮, যা হলো ১,৮৩৪.২১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৬,০৫৫.১৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,৩৪২.০২ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৭ টির, দাম কমেছে ৫৭টি আর অপরিবর্তিত রয়েছে ২০টির।







