চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার ১৪.৪১ কোটি টাকা লেনদেন হয়েছে। মোট ৫,৫৫৩টি লেনদেনের মাধ্যমে মোট ৬৬.৫২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৭১৮.২৪ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ১.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৫.৯৫–তে।
এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭৪.৫০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১৭১.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,২৮৪.২৯ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫১,২৩৩.৪২ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৯,৫২৩.৫৮ কোটি টাকা। সিএসইতে ৬২৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১০টির। এর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৭০টির আর অপরিবর্তিত রয়েছে ৮২টির।