সিএসইতে লেনদেন ১৪.৩২ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৭ জুন, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৪.৩২ কোটি টাকা। ৩,২৯৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.৭৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪.০১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৯৪৬.৮৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৭১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৯.৫১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.০১ পয়েন্ট কমেছে, যা হলো ৯৭৪.৮৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৫.৪৫ পয়েন্ট বেড়েছে যা হলো ৩,১৬৩.৬২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮১,৯৪৯.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৭৪১.৭৫ কোটি টাকা। সিএসইতে ৬৪৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৮ টির, কমেছে ১০৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

পূর্ববর্তী নিবন্ধআফজাল হোসেনের কবিতা থেকে তানভীর তারেকের গান
পরবর্তী নিবন্ধরাখাইনে মিয়ানমার সেনাদের তাণ্ডবে নিহত ৫০