চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ১৪.০৬ কোটি টাকা। ১,১০০ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৮.৩২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪১.৬৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৩৬৮.৫২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.৫৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৪৪.৯৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৪৫.৪০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৫৩৫.৯৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮১,২৭৮.৪১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৩,৬৭৩.৯০ কোটি টাকা। সিএসইতে ৬৩৭ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০০ টির, দাম কমেছে ৪৫টি আর অপরিবর্তিত রয়েছে ১১টির।







