চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৪.০৪ কোটি টাকা। মোট ১,৩২৬টি লেনদেনের মাধ্যমে মোট ১৯.৯৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬৮.৫৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫০৪.৮৫ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৯.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৩.৭৫। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১১.৪০ পয়েন্ট কমেছে, যা হলো ৯১৭.২৭ পয়েন্ট।
সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০১৪.৪৭ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৫,২২৬.৩১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮২.৮০ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৫টির। এর মধ্যে দাম বেড়েছে ৩০টির, দাম কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।