সিএসইতে লেনদেন ১৪৫.৭৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ৭:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৪৫.৭৯ কোটি টাকা। ২,২৫৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.১২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১১.০২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৮৩৭.১৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১১.৯৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৪.১৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১২.১৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৬৭.৯৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৯.০২ পয়েন্ট কমেছে, যা হলো ২,৯৯৯.৭৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৭৭,৩৪৬.৬৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪০,৯০৬.৪৬ কোটি টাকা। সিএসইতে ৬৪৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯০ টির, কমেছে ৯৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

পূর্ববর্তী নিবন্ধপরীমনি জামিন পেলেন
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলায় হামাস প্রধানের ১০ স্বজনসহ নিহত ২৪