চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ১৩.৯৫ কোটি টাকা। ৮৭৮ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৪.৫৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬২.৫৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৬৮৪.৫৫ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.০০ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৫৫.০২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৩৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৬৫.৫৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬২৯.৮৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৪,০৭৯.১২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৮১,১৮৫.৭৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৭ টির, দাম কমেছে ৯৯টি আর অপরিবর্তিত রয়েছে ১৮টির।







