চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৩.৬৭ কোটি টাকা। ১,৬৯১ টি লেনদেনের মাধ্যমে ২৬.৯৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৯.৯৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৬২৩.৩০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৮.৫৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১২৩.৬৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৬.২৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪৬.৫১ পয়েন্টে সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১০১.৫৪ পয়েন্ট কমেছে, যা হলো ২,৩২৮.৫০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০০,৭৯২.৮৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৫,৪২২.১৬ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৮টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৭ টির, দাম কমেছে ৪৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টির। দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৫,৭৯৯.৪৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৩১৬,০২১.০১ কোটি টাকা। প্রেস বিজ্ঞপ্তি।