চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১৩.৬২ কোটি টাকা। ২,১৪২ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৫.৪২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯২.১০ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৬০.২০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৯.২৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১০.৮৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.২০ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩০.৮১ পয়েন্টে।
সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৭.০২ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৩১.৪৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৫,৯৫৮.৮০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৪,৬৯৮.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৪ টির, দাম কমেছে ১১৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২১ টির।