চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেন হয়েছে ১৩.৬১ কোটি টাকা। ৭,১১৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৬০.৫১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৪২.৫৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,২৮০.৯৩ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ১৮.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৩৯.০৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সর ১৪.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৫৫.৩৬ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৬৬.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৪৯.২৬ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪১,৬৬০.১৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪৩২.৪৫ কোটি টাকায়। সিএসইতে ৩৮১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৭ টির, কমেছে ২৬০ টির আর অপরিবর্তিত রয়েছে ২০টির।