চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ১৩.৫০ কোটি টাকা। ৮৯০টি লেনদেনের মাধ্যমে মোট ২৪.৮৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০.৬৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৮৭১.৭০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.২৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৫.১৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.০২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৫.৮৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬২৭.১৫ পয়েন্ট। আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯২,৬০৭.২৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৭,১৮৫.৭৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬১টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, দাম কমেছে ৪৪টি আর অপরিবর্তিত রয়েছে ৩১টির।







