চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ১৩.৪৯ কোটি টাকা। ২,৭৩৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৬৫.৬৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৬.৬২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৫৭৯.৫৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.২১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৬.৪৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.০৬ পয়েন্ট বেড়েছে যা হলো ১,১৬৯.৯৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১৩.০৪ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৯৫.৬৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৬,০৮০.৭৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৫২৫.৫৮ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৭ টির, কমেছে ১২ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৯ টির ।