চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৩.৩২ কোটি টাকা। ৩,০৩৮টি লেনদেনের মাধ্যমে মোট ৫০.৬১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০৮.১৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৭৯৩.২২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৩.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৯৩.৬০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১৬.৭৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০২৬.৩৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ২৫.৫১ পয়েন্ট কমেছে, যা হলো ২,৪৭৭.৭৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২০,০৩৭.৮৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৭৬৭.৮৪ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৮টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, দাম কমেছে ১৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টির।