চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ১৩.৩১ কোটি টাকা। ১,১৬৯টি লেনদেনের মাধ্যমে মোট ৩৫.০৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭০.১২ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৯৫৮.৫২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.৮০ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭০.৩৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.১৭ পয়েন্ট কমেছে, যা হলো ৮৭৪.৯৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ১৪.৯৩ বেড়েছে, যা হলো ১,৯৪৫.০১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯২,১৩০.৫৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮৬.৭৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৯টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৯টির, দাম কমেছে ৯৭টি আর অপরিবর্তিত রয়েছে ১৩টির।







