চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন ১৩.২২ কোটি টাকা। ২১,৩৮১ টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.৮৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ০.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৩৩৯.৬৭ পয়েন্টে। সিএসই-৫০ মূল্যসূচক ৩.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৬.৭৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর মূল্যসূচক ৪.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৫২.৫৪ পয়েন্টে।
সিএসইএসমেক্স ইনডেক্স-এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ২,১৩৮.৩৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৬,৩৯৫.২২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১০,১৬৯.৫৩ কোটি টাকায়। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১২৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৬ টির, কমেছে ২২ টির আর অপরিবর্তিত রয়েছে ৭০ টির।