সিএসইতে লেনদেন ১৩.০৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৩ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৩.০৬ কোটি টাকা। ৫,৬১১ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৭.১৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২১.৩৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,২৬৪.৮৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৪৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৩৭.০০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.১৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৯.৫৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ৪.১৭ পয়েন্ট কমেছে, যা হলো ২,৭৪৭.১৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৪১,৪৪৯.২৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,২৪১.৮৮ কোটি টাকা। সিএসইতে ৬৩৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৯ টির, কমেছে ১৩৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯ টির।

পূর্ববর্তী নিবন্ধসাউথ এশিয়ান সেপাক টাকরো দলে চট্টগ্রামের চার কর্মকর্তা
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নাম লেখালেন পুতিন