চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ১৩.০২ কোটি টাকা। ১০২৪ টি লেনদেনের মাধ্যমে মোট ১৬.৩৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০১.৫৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৩৯১.৮৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৮.৮৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৩.৩৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.৪৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭৭.৯১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৫.০৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৮৫১.৭০। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৯,৮২২.০২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৭,৩৪৪.৫২ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৩ টির, দাম কমেছে ৪৭টি আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।







