সিএসইতে লেনদেন ১২.৮৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পিএলসিতে গতকাল লেনদেন হয়েছে ১২.৮৮ কোটি টাকা। ১,৪৮২ টি লেনদেনের মাধ্যমে মোট ৫০.৮২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৫.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৩৮৩.৫০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.৬০ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০১.০৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৫.৫২ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৪.০৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৬.১৪ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৯৮.৩৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯০,৪২৮.৭১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫২,০৭৩.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৫ টির, দাম কমেছে ১০৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

পূর্ববর্তী নিবন্ধ‘বাগান বিলাস’-এ জয়া দেখা যাবে কবে?
পরবর্তী নিবন্ধকোভিড-১৯ গবেষণাগার থেকে এসেছে এমন সম্ভাবনা বেশি, বলছে সিআইএ